ডি.জে ক্যারুসোর উচ্চাভিলাষী একটি চলচ্চিত্র 'ঈগল আই'। নিত্য জীবনযাপনে প্রযুক্তির সর্বাপেক্ষা স্পর্শ এই চলচ্চিত্রের গুরত্ত্ব বহন করে। প্রকৃতপক্ষে, এই ছবি শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের দৃষ্টিকে একীভূত করে রাখতে সক্ষম। ছবিটিতে জেরি শ’ এর চরিত্রে অভিনয় করেন শিয়া লেবুফ, যে পরিৰার থেকে বেশ কয়েকবছর দূরে সরে আছে বিভিন্ন কারণে। জেরি শ’