নতুন দিনের ডিভাইসের পর্দা হবে নমনীয়, হোক সেটা ট্যাবলেট, স্মার্টফোন কিংবা টেলিভিশন। যুক্তরাষ্ট্রে শুরু হওয়া কনজিউমার ইলেক্ট্রনিক শো (সিইএস) এ তারই আভাস দিচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান গুলো। ৭.৮ ইঞ্চি পর্দার ট্যাবলেট পিসি যেটিকে মুড়ে ফেললে হয়ে যাবে স্মার্টফোন যার দুপাশেই থাকবে স্ক্রিন, ব্যবহার করা যাবে যেদিকে খুশি সেদিকেই। বড় পর্দায় খেলা যাবে গেইম,