আগামী নভেম্বরে চীনের উঝেন শহরে পঞ্চম "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স" অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অফ চায়না’র ডেপুটি পরিচালক লিউ লিহং এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা নিশ্চিত দেন। লিহং বলেন, "এ বছরের ডাব্লিউআইসি অনুষ্ঠিত হবে ঝেইজিয়াং অঞ্চলে। এবারের সম্মেলনের থিম হবে 'পারস্পরিক আস্থা এবং যৌথ শাসনের জন্য একটি ডিজিটাল