গত ২৯ জুলাই ঢাকার এনএসসি বিল্ডিং এ বাংলাদেশ ইন্সিটিটিউট ফর প্রোফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি) আয়োজন করে দিনব্যাপী ওয়ার্কশপ “ম্যানেজমেন্ট অভ সাইবার রিস্ক এন্ড টেকনোলজিক্যাল ইনোভেশনস ইন দা ফিনান্সিয়াল সেক্টর – চ্যালেঞ্জেস এন্ড অপর্চুনিটিজ”।
উক্ত ওয়ার্কশপে রিসোর্স পারসন হিসেবে ওয়ার্কশপটি পরিচালনা করেন যুক্তরাজ্যের গ্ল্যাসগো ক্যালেন্ডোনিয়ান ইউনিভার্সিটির সিনিয়র প্রভাষক ডঃ মধুসূদন আচার্য্য।
তিনি বলেন, “যেকোনো সেক্টরেই সাইবার রিস্ক থাকতে পারে যেহেতু বর্তমান যুগটাই এখন ডিজিটাল যুগ। কাজেই সকলের উচিত এগুলোর চ্যালেঞ্জ সম্পর্কে অবগত হওয়া এবং রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে ভালোমতো বোঝা যেন নিজেরাই নিজেদের সিকিউরিটিকে রক্ষা করতে পারে। আর এই ওয়ার্কশপ সেটার পরিচায়ক। ”
তাছাড়া, ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিআইপিডির মহাপরিচালক কাজী মোঃ মোরতুজা আলী এবং বিভিন্ন ফিনান্সিয়াল সেক্টরের অনেকেই উপস্থিৎ ছিলেন।
উল্লেখ্য, ওয়ার্কশপে বাংলাদেশের বিভিন্ন বিমা, ব্যাংক, এনজিও সহ ও বিভিন্ন আর্থিক প্রতিস্থানের প্রায় চল্লিশজন ঊর্ধ্বতন কর্মকর্তা অংশগ্রহণ করেন।