ডিজিটাল বাংলাদেশ প্রণয়নের অন্যতম কর্ণধার জুনাইদ আহমেদ পলক নতুন মন্ত্রিসভায় থাকছেন।

শপথ নেয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ হতে রোববার দুপুরে তাকে আমন্ত্রণ জানানো হয়।
পলক আগের মন্ত্রিসভায় তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী ছিলেন। তবে এবার তিনি প্রতিমন্ত্রী না মন্ত্রী হচ্ছেন তা এখনো জানানো হয়নি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে পলক বিপুল ভোটে নির্বাচিত হন। তিনি ভোট পেয়েছেন ২ লাখ ৩০ হাজার ২৯৬ । আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে দাউদ রহমান পান মাত্র ৮ হাজার ৫৯৪ ভোট।
সোমবার বিকেলে বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে এবং সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। নতুন সরকারের মন্ত্রিসভার শপথও তিনি পড়াবেন।
শপথ অনুষ্ঠান পরিচালনায় থাকবে মন্ত্রিপরিষদ বিভাগ।