কিছুদিন আগেই বাজারে এসেছে গুগলের নতুন পিক্সেল ৩ এক্সএল। এরই মাঝে ডিভাইজের স্ক্রিনে দেখা গেছে নচ ত্রুটি। তবে সবক’টি নয়; কিছু সংখ্যক ডিভাইজে এই সমস্যা দেখা দিয়েছে।
পিক্সেল ৩ ডিভাইসটিতে রাখা হয়েছে ৫.৫ ইঞ্চি পর্দা। আর পিক্সেল ৩ এক্সএল-এ রয়েছে ৬.৩ ইঞ্চির নচযুক্ত পর্দা। পিক্সেল ৩ এক্সএল-এ ব্যবহার করা হয়েছে কিউএচডি+ পর্দা। আর পিক্সেল ৩ -এ এফএইচডি+ পর্দা। উভয় ডিভাইসের নিচে বেশ খানিকটা চিন বারও রয়েছে।
কিন্তু সফটওয়্যার ত্রুটির কারণে পর্দার ওপরের দিকের নচের পাশাপাশি ডান পাশে আরেকটি ভার্চুয়াল নচ দেখা যাচ্ছে বলে জানিয়েছেন বেশ কিছু গ্রাহক। পর্দার ওপরের যে নচটিতে ক্যামেরা এবং অন্যান্য সেন্সর রয়েছে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই দ্বিতীয় নচটির।
ইতোমধ্যে ত্রুটির বিষয়টি স্বীকার করেছে গুগল। ডিভাইসগুলোতে সাময়িকভাবে এই ত্রুটি দেখা গেছে বলে জানানো হয়। ডিভাইসটি পুনরায় চালু করার পর তা সরে গিয়েছে। পরবর্তী সফটওয়্যার আপডেটে এটি সারানো হবে বলেও জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।